প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::কানাডার সমকাল ও চ্যানেল আই এর কানাডা প্রতিনিধি এবং প্রবাস বাংলা ভয়েস এল প্রধান সম্পাদক,আহসান রাজীব বুলবুল এর মাতা সেলিনা খাতুনের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী।।এ উপলক্ষ্যে মরহুমার নিজ বাসভবন রাজবাড়ী জেলার বিনোদপুরে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য আহসান রাজীব বুলবুলের মাতা সেলিনা খাতুন (৬৭) ২০২০ সালের ১৪ ডিসেম্বর ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন। মরহুমা সেলিনা খাতুন কানাডার ক্যালগেরিতে বেশ কিছুদিন তার ছোট ছেলে প্রবাসী সাংবাদিক আহসান রাজীব বুলবুল এর বাড়ীতে ছিলেন। মরহুমার পরিবার তাঁর মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৪ ডিসেম্বর ২০২৫ /এমএম
Array





