প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর আগামী ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জানান, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। সে অনুযায়ী, নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সারা দেশে একযোগে সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। এছাড়া এবারই প্রথম প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার এই প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করেছেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ ডিসেম্বর ২০২৫ /এমএম





