প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর। আসন্ন এই বিশ্বকাপে ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা।গত বছর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়। হিটম্যান খ্যাত ভারতীয় এই তারকাকে এবার বড় সম্মান জানালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।রোহিত শর্মাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব ও বর্তমানে আইসিসির সভাপতি জয় শাহ।
আইসিসি সভাপতি এক টুইটবার্তায় লেখেন, আমার জন্য সম্মানের বিষয় যে আমরা বিশ্বকাপে রোহিত শর্মার মতো তারকাকে অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিতে পেরেছি।রোহিত শর্মা গত ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তিনি টি-টোয়েন্টিতে রেকর্ড ৫টি সেঞ্চুরির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ২৩১ রান করেন। সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম রোহিত শর্মাকে ছাড়িয়ে রান সংগ্রহে রেকর্ড গড়েন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ নভেম্বর ২০২৫ /এমএম





