প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রান সংগ্রহের শীর্ষে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। তিনি ১০৩ ইনিংসে ব্যাট করে ৩টি সেঞ্চুরি আর ৩৬টি ফিফটির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ৪২৩৪ রান করেন।অথচ ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে পাকিস্তানের সাবেক এই অধিনায়কের রান দলের জয়ে তেমন কোনো গুরুত্ব বহন করে না। নিচে পরিসংখ্যানে এই গুঞ্জন সত্যি না মিথ্যে তা স্পষ্ট করা হলো-
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলের জেতা ম্যাচে সবচেয়ে বেশি রান রোহিত শর্মার। ১০৪ ইনিংসে ৩২৯৬ রান করেছেন ভারতের সাবেক এই ওপেনার। জয়ী ম্যাচে রোহিত ব্যাটিং করেছেন ১৪৩.৪২ স্ট্রাইক রেটে। তালিকায় এরপরই বিরাট কোহলি। ৭৮ ইনিংসে কোহলি ২৯৭৯ রান করেছেন। ৫৯.৫৮ গড়ে ব্যাটিং করেছেন ১৩৭.৭৮ স্ট্রাইক রেটে। দুজনেই এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন।
এই তালিকায় ৩ নম্বরে আছেন বাবর। অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে দলের জেতা ম্যাচে বাবরের রানই সবচেয়ে বেশি—৭৩ ইনিংসে করেছেন ২৭১০ রান। বাবরের ক্যারিয়ার গড় ৩৯.৫৭ হলেও পাকিস্তানের জেতা ম্যাচে তার গড় ৪৫.৯৩। স্ট্রাইক রেট ১৩০.৭২।পাকিস্তানের হয়ে বাবর সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে জিতেছেন ১৪ ম্যাচ। এই ১৪ ম্যাচে তার ব্যাটিং গড় ৫০.৫৪। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছেন ১৩টি ম্যাচ। এই ১৩ ম্যাচে বাবরের গড় প্রায় ৫০—৪৯.৭০।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর জিতেছেন ৮ ম্যাচ। রান করেছেন ৩৪.৮৫ গড়ে ২৪৪। ২০২১ সালে প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরিয়নে ৫৯ বলে ১২২ রানের ইনিংসও আছে বাবরের। জয় পাওয়া ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাবরের গড় ৬৯, স্ট্রাইক রেট ১৫০। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ৩টি ম্যাচে বাবর জিতেছেন, সেই ৩ ম্যাচে তাঁর স্ট্রাইক রেট খুব একটা ভালো নয়—১১৭.২৬। তবে ৩ ম্যাচে ৮১.৫০ গড়ে বাবর রান করেছেন ১৬৩।
ভারতের বিপক্ষে বাবর ম্যাচ জিতেছেন ২টি। রান করেছেন ৮২। ২০২১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের ইনিংস আছে তার। পরিসংখ্যান স্পষ্ট করেই বলছে, বড় দলগুলোর বিপক্ষে বাবরের রান অবশ্যই পাকিস্তানের জয়ে কাজে লেগেছে।এ মুহূর্তে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ মিলছে না মোহাম্মদ রিজওয়ানের। দল জিতেছে এমন ম্যাচের হিসাবে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় রিজওয়ান ২৩৫১ রান নিয়ে পঞ্চম অবস্থানে আছেন। তবে দলের জেতা ম্যাচে রিজওয়ানের গড় শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে বেশি।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০১ নভেম্বর ২০২৫ /এমএম



                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    

