Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: শুধু বিনোদন নয় সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাহায্যার্থে টরোন্টোর স্টাইলড স্পেস ইভেন্ট স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে হিমাদ্রি রায়ের একক কবিতা সন্ধ্যা ‘কবিতাস্নাত জীবন’। মানবিক এই প্রয়াসে প্রবাসীদের হৃদয় মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে।

বরফাচ্ছন্ন কানাডায় প্রকৃতির এই সময়টায় প্রবাসীদের জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। গাছের পাতা ধীরে ধীরে হলুদে রূপান্তরিত হয়ে ঝরে পড়ে, শীতের আগমনী বার্তা বয়ে নিয়ে আসে। ঠিক এমনই একটি সময়ে প্রবাসী বাংলাদেশিরা “কবিতাস্নাত জীবন” কবিতা উৎসবে মেতেছিলেন অন্যরকম এক মিলন মেলায়।কবিতায় আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও বাঙালি সত্ত্বাকে তুলে ধরা হয়।এই আয়োজনের প্রবেশ মূল্য থেকে অর্জিত সমুদয় অর্থ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তা ও উন্নয়নে প্রদান করা হবে “জেনেভা সেন্টার ফর অটিজম ফাউন্ডেশনে”।অনবরত কবিতার স্নানে ব্যতিক্রমী অসাধারণ এবং অনবদ্য কবিতাময় সন্ধ্যায় দর্শকরা বিমোহিত হয়ে ফিরে গিয়েছিলেন স্বদেশের নস্টালজিয়ায়।

আয়োজক, সংগঠক ও আবৃত্তিকার হিমাদ্রি রায় বলেন,শব্দকে ভালবেসে, মানবিকতার পাশে থেকে কন্ঠ কে আঁধার করে কবিতা কে মানুষের কাছে নিয়ে যেতেই আমার এ প্রচেষ্টা, যদি এতটুকু আপনাদের ভালো লাগে সেটাই আমার সার্থকতা।চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় তিনি হাসপাতাল থেকে গুলশানে তার বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল। এখন হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে। দুই দিনের চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। সেখানে তার নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ অক্টোবর  ২০২৫ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ