প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলির রেকর্ড ছুঁলেন শুভমান গিল। ভারতের এই তরুণ অধিনায়ক দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি গড়লেন এক অনন্য নজির।দিল্লি টেস্টে ১৯৬ বলে ১২৯ রানের অনবদ্য সেঞ্চুরি করেন গিল। অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্ট সেঞ্চুরি করার মধ্য দিয়ে সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি ও টাইগার পতৌদির রেকর্ড ছুঁলেন গিল। ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বাধিক শতরানের তালিকায় পঞ্চম স্থানে জায়গা পেলেন গিল।
ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বাধিক শতরান করেছেন বিরাট কোহলি (২০), তারপর সুনীল গাভাসকার (১১), মোহাম্মদ আজহারউদ্দিন (৯) ও শচিন টেন্ডুলকার (৭)। তালিকায় পঞ্চম স্থানে আছেন সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি, টাইগার পতৌদি ও শুভমান গিল (৫)। গিলের এই পারফরম্যান্স বিশেষত উল্লেখযোগ্য। কারণ, তার সবগুলো শতরান এসেছে ২০২৫ সালের মধ্যেই। অর্থাৎ এক ক্যালেন্ডারে ৫টি সেঞ্চুরি করে কোহলির রেকর্ডকও ছুঁয়ে ফেলেছেন গিল।
ভারতের ইতিহাসে অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি টেস্ট শতরান করার রেকর্ড এখন ভাগাভাগি করে নিয়েছেন বিরাট কোহলি এবং শুভমান গিল। গিলের ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে।
অনেক ক্রিকেট বিশ্লেষক ইতিমধ্যেই গিলকে ভারতের ‘পরবর্তী কোহলি’ বলছেন। যেখানে কোহলি তার নেতৃত্বে ভারতকে বহু ঐতিহাসিক সিরিজ জিতিয়েছেন, সেখানে গিল এখন একইপথে হাঁটছেন—ধারাবাহিক ব্যাটিং, দলকে অনুপ্রেরণা জোগানো এবং জয়ের মানসিকতা নিয়ে তিনি এগিয়ে চলেছেন।
অধিনায়ক হওয়ার পর গিলের ব্যাটিংয়ে এক নতুন পরিপক্বতা এসেছে। তিনি আগের তুলনায় অনেক বেশি ধৈর্যশীল ও পরিকল্পনামূলক ইনিংস খেলছেন। সুনীল গাভাসকার, রাহুল দ্রাবিড়ের মতো অনেক সাবেক তারকা খেলোয়াড় বলেছেন—গিল শুধু প্রতিভাবানই নন, বরং এখন একজন পরিপূর্ণ ক্রিকেটার।
জসবি জয়সওয়াল (১৭৫) ও শুভমান গিলের (১২৯*) জোড়া সেঞ্চুরি আ সাই সুদর্শনের ৮৭ রানের ইনিংসের সুবাদে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪০ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ অক্টোবর ২০২৫ /এমএম