Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংলিশ তারকা ক্রিস ওকস। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই তারকা পেসার।ভারতের বিপক্ষে সবশেষ অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে কাঁধে চোট পান ওকস। চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন এতদিন।

ইনস্টাগ্রাম পোস্টে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন ক্রিস ওকস। নিজের পোস্টে ওকস লিখেছেন, ‘সময় চলে এসেছে। আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর নেওয়ার সঠিক সময় এখনই। ইংল্যান্ডের হয়ে খেলাটা এমন কিছু যার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই লালন করেছি। আমি অনেক ভাগ্যবান যে আমার এই স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা, থ্রি লায়ন্সের জার্সি গায়ে জড়ানো এবং সতীর্থদের সাথে ১৫ বছর একই মাঠে খেলা, যাদের অনেকে আমার সারা জীবনের বন্ধু হয়ে গেছে, ব্যাপারগুলো দারুণ ছিল।’

২০১০-১১ মৌসুমে সাদা বলে অভিষেক হয় ওকসের। ২০১৩ সালে অভিষিক্ত হন লাল বলের টেস্ট ক্রিকেটে। অবশেষে ২০২৫ সালে এসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ক্রিস ওকস।আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৬২ টেস্টে অংশ নিয়ে ১৯২ উইকেট শিকার করেন ক্রিস ওকস। ইনিংসে পাঁচ উইকেট আছে পাঁচবার, ম্যাচে ১০ উইকেট একবার। ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও সাতটি ফিফটিতে ২৫.১১ গড়ে তার রান ২ হাজার ৩৪ রান।

১২২ ওয়ানডে খেলে তার উইকেট ১৭৩টি, ব্যাট হাতে ছয়টি ফিফটিতে রান ১ হাজার ৫২৪। ৩৩ টি-টোয়েন্টিতে ৩১টি উইকেটের সঙ্গে রান ১৪৭।ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন ওকস।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৯ সেপ্টেম্বর  ২০২৫ /এমএম


Array