Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ‘ভাবিজি ঘর পর হ্যাঁয়’ ধারাবাহিকের প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: অভিনেতা আসিফ শেখের। সম্প্রতি এক সাক্ষাৎকারে খান পরিবার প্রসঙ্গে অজানা এক গল্প শোনালেন তিনি। বাবা সেলিম খানের সামনে মুখ খুলতে গেলেও নাকি কথা জড়িয়ে যেত ভাইজানের, সেই গল্পও শোনালেন আসিফ শেখ।এ অভিনেতা বলেন, অতুল অগ্নিহোত্রীর সঙ্গে বন্ধুত্বের কারণে অনেক দিন ধরেই খান পরিবারকে খুব কাছ থেকে দেখেছেন। সালমানের ফার্ম হাউসে কাটানো সময়ের কথা মনে করে তিনি বলেন, সেলিম আঙ্কেল অত্যন্ত পরিণত একজন মানুষ। কখনো কখনো সালমানের ফার্মে গিয়ে সেলিম আঙ্কেলের সঙ্গে সময় কাটাতাম। অতুল আমার খুব ভালো বন্ধু।

আমরা সেলিম আঙ্কেলের কত মজার গল্প শুনতাম। কৌতুকরসে ভরপুর তিনি। ওর থেকে অনেক কিছু শিখেছি।আসিফ আরও বলেন, সালমান কখনই তার বাবার কাছ থেকে তারকাসুলভ ব্যবহার পাননি। সালমানের বড় সমালোচক ওর বাবা। ছেলের মুখের ওপর কড়া কথা বলে দেন। সালমানের কোনো দিন বাবার মুখের ওপর কথা বলার সাহস পায়নি। বাবাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তিনি। তিনি বলেন, আমার মনে আছে—যুবক বয়সে যখন সালমান তারকা হয়ে উঠেছেন, তখন বাবার সামনে কথা আটকে যেত ওর।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ সেপ্টেম্বর  ২০২৫ /এমএম


Array