বাংলানিউজসিএ ডেস্ক :: বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে বাতিল হয়। দুই বোর্ডের মধ্যস্থতায় দ্বিতীয় ওয়ানডে পিছিয়ে দেওয়া হয়। ফলে, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আজ।ভেন্যু আজকেও করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আজও অবশ্য বৃষ্টির শঙ্কা আছে। মাঠের লড়াইয়ে নামতে মুখিয়ে আছে পাকিস্তান। এমনটাই বললেন পাকিস্তানের সহ-অধিনায়ক বাবর আজম।
তিনি বলেন,‘আমরা খেলার জন্য মুখিয়ে আছি। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে বাতিল হলো। দ্বিতীয় ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে। আশা করি, কাল মাঠে নামতে পারব।শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দো বলেন, ‘আমরা খেলা নিয়েই বেশি চিন্তা করছি। অন্য কোনো চিন্তা আমাদের মধ্যে নেই। আমাদের কাজ মাঠে খেলা এবং ভালো পারফরম্যান্স করা। তবে বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি না হওয়ায় আমরা হতাশ। কিন্তু প্রকৃতির ওপর তো কিছুই করার নেই। আশা করি, দ্বিতীয় ওয়ানডে খেলতে পারব।’
বাংলানিউজসিএ/ঢাকা/ ৩০ সেপ্টেম্বর ২০১৯/ এমএম





