বাংলানিউজসিএ ডেস্ক :: লা লিগায় ওসাসুনার বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা।প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র আর দ্বিতীয়ার্ধে রদ্রিগোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।
সান্তিয়াগো বর্নাব্যুতে ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। টনি ক্রুসের পাস থেকে বল পেয়ে দারুণ শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র।
দ্বিতীয়ার্ধে এসে ৭২ মিনিটে জয় সূচক গোলটি করেন রদ্রিগো। ক্যাসেমিরো ফ্রি কিক থেকে পাওয়া বলে ডান পায়ের শটে বল ওসাসুনার জালে জড়ান তিনি।এই জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ সেপ্টেম্বর ২০১৯/ এমএম
Array





