বাংলানিউজসিএ ডেস্ক :: ভারতের টি-টোয়েন্টি লিগগুলোতে পড়েছে ম্যাচ ফিক্সিংয়ের ছায়া। কয়েক দিন আগে দেশটির তামিলনাড়ু প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচে ফিক্সিং ও বেটিংয়ের অভিযোগ ওঠে। সেই রেশ না কাটতেই কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর খবর বের হয়।এ অভিযোগে টুর্নামেন্টের অন্যতম ফ্র্যাঞ্চাইজি বেলাগাভি প্যান্থার্সের মালিক আলি আসফাক থারাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ইভেন্ট ঘিরে ফিক্সিং করেছেন তিনি।
কর্নাটক প্রিমিয়ার দিয়েই টি-টোয়েন্টি লিগে প্রবেশ করে ভারতীয়। গেল সোমবার ঘটনার দিন বাছাই পর্বের খেলায় হুবলি টাইগার্সের কাছে হেরে যায় বেলাগাভি। সেই ম্যাচেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। তাতে জড়িত থাকার সংবাদ পাওয়া যায় খোদ মালিকেরও।ওই দিনই আলি আসফাককে গ্রেফতার করে বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ বলছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রচুর প্রমাণ তাদের হাতে রয়েছে।বেলাগাভি প্যান্থার্সের হয়ে খেলেন কয়েকজন প্রভাবশালী ভারতীয় ক্রিকেটার। তন্মধ্যে অন্যতম হলেন জাতীয় দলে খেলা মনিশ পাণ্ডে।
পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) সন্দীপ পাতিল বলেন, ম্যাচ চলাকালীন দুবাইয়ের একজন জুয়াড়ির সঙ্গে বেটিং করছিলেন আলি আসফাক। দুবাইয়ের এ বুকি আগে থেকেই অভিযুক্ত। দলের মালিক বেটিংয়ে যুক্ত হলে স্বাভাবিকভাবেই ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটতে পারে। সব নিয়েই তদন্ত হবে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ সেপ্টেম্বর ২০১৯/ এমএম





