প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি এখন ক্যারিয়ারের সায়াহ্নে অবস্থান করছেন। ফুটবলে সম্ভাব্য সবকিছুই জয় করেছেন। তার প্রাপ্তির খাতা পূর্ণ। এখন ছেলেদের ফুটবলার বানানোর স্বপ্ন দেখছেন বাবা মেসি।সম্প্রতি সিম্পলি ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তার তিন ছেলেরই ফুটবলের প্রতি আগ্রহ আছে। এ বয়সেই তারা ভিন্ন ভিন্ন পজিশনে খেলাও শিখে গেছে।
আর্জেন্টাইন কিংবন্তিকে প্রশ্ন করা হয়, তিন ছেলের মধ্যে কে ভালো ফুটবল খেলে? জবাবে তিনি বলেন, ‘তারা সারা দিন বল নিয়েই থাকে। তাদের সঙ্গে আমিও উপভোগ করি। প্রতিদিন অনুশীলন করে, লড়াই করে এবং ম্যাচ খেলে। তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারা খুবই সরল। আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে, তুমি কেন তার নাম বললে। তাই নামটা আমি নিজের কাছেই রাখি। তবে তিনজনই বেশ আলাদা।’
তিন ছেলের ফুটবল প্রতিভা নিয়ে মেসির মূল্যায়ন, ‘থিয়াগো (বড় ছেলে) চিন্তাশীল, সংগঠক এবং একজন মিডফিল্ডার। মাতেও (মেজ ছেলে) ফরোয়ার্ড, সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড়। চিরো (ছোট ছেলে) আরও বিস্ফোরক। সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে এবং একজন ওয়ান অন খেলোয়াড়। সে নিজের খেলা তৈরিতে বেশি আগ্রহী।’
নিজেদের বাবা যেখানে বিশ্বের সেরা, সেখানে মেসির ছেলেদের অন্য কোনো ‘আইডল’ খোঁজার প্রয়োজন নেই বললেই চলে। তবে মেসি জানালেন, তার ছেলেরা অন্য ফুটবল তারকাদের খোঁজখবর রাখে, তাদের খেলা মুগ্ধনয়নে উপভোগ করে।মেসির ভাষায়, ‘তারা সব দেখে। সবাইকে জানে। তারা এমবাপ্পে, ভিনিসিয়ুস, হলান্ড, লেভানডফস্কি, লামিনের বিষয়ে কথা বলে। আশপাশের সবাইকে তারা অনুসরণ করে। তাদের মতো হতে চায় এমন না, তবে তারা সব জানে।’
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ এপ্রিল ২০২৫ /এমএম