Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সহ-অধিনায়কের নাম ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার নাজমুল হোসাইন শান্তর ডেপুটি চূড়ান্ত করল বিসিবি। প্রত্যাশিতভাবে মেহেদী হাসান মিরাজকেই দেওয়া হলো সহ-অধিনায়কত্বের দায়িত্ব।সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন মিরাজ। শান্ত ইনজুরি কাটিয়ে ফেরায় এবার তার ডেপুটি হলেন এই অলরাউন্ডার।সপ্তাহখানেক আগে শেষ হওয়া বিপিএলে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেন মিরাজ। নিজে দারুণ পারফর্ম করার পাশাপাশি দলকে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত নিয়ে যান এই অলরাউন্ডার।

এদিকে শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। তার আগের দিন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিরাজের ভূমিকার বিষয়ে জানালো বিসিবি।বোর্ড আরও জানিয়েছে, বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করতে শনিবার দুবাই যাবেন পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। দুই পেসারই ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে দেশে ফিরবেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম

 


Array