Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর রীতিমত হইচই শুরু হয়ে গেছে। বিশেষ করে বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে দলে সুযোগ পাওয়া ফাহিম আশরাফের অন্তর্ভুক্তি নিয়ে অনুযোগ করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।ওয়াসিম আকরাম, রশিদ লতিফ, তানভীর আহমেদরা ফাহিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। ওয়াসিম তার আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যান টেনে বলেছেন, ‘ফাহিম আশরাফ প্রতিভাবান ক্রিকেটার, আমি তাকে শুভকামনা জানাই। কিন্তু সর্বশেষ ২০ ম্যাচে তার বোলিং গড় ১০০ ও ব্যাটিং গড় মাত্র ৯। খুশদিল শাহর পারফরম্যান্সও ভালো নয়। তাদের জায়গা পাওয়া পুরোপুরি অপ্রত্যাশিত।’

রশিদ লতিফ আরও কড়া ভাষায় বলেছেন, ‘এটা রাজনৈতিক বাছাই। ফাহিম আশরাফ এমন কিছু করেননি, যাতে দলে ঢোকার নিশ্চয়তা পেতেন। তার রেকর্ডও আশাব্যঞ্জক নয়।’আরেক সাবেক ক্রিকেটার তানভীর আহমেদও রাখঢাক না করেই বলেছেন, ‘এই দল সুপারিশের ভিত্তিতে গড়া। আমাদের নির্বাচকরা দলে পক্ষপাত করেছেন, যা পাকিস্তান ক্রিকেটের জন্য দুর্ভাগ্যজনক।’এক্ষেত্রে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ফাহিম আশরাফ এবং খুশদিল শাহর বিপিএল পারফরম্যান্স যেন আমলে নিতেই রাজি নন। তাদের কথায় অন্তত তেমন আভাস-ই মিলেছে।

কারণ বিপিএলে ফাহিম এবং খুশদিলের পারফরম্যান্স একেবারে মন্দ ছিল না। ফরচুন বরিশালের হয়ে ফাহিম ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন, যা বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাট হাতে ২৩১.৮১ স্ট্রাইক রেটে ১০২ রান করেছেন, যেখানে তার ৫৪ রানের অপরাজিত ইনিংস ম্যাচ জিতিয়েছিল দলকে।আর রংপুর রাইডার্সের হয়ে ১০ ম্যাচে ২৯৮ রান করার পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন খুশদিল শাহ।

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলী আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ ফেব্রুয়ারি ২০২৫ /এমএম