Menu

সম্পাদকীয়

ফাগুনের হাওয়ায় এখন ২১ ফেব্রুয়ারী। এই ফাগুনের হাত ধরেই বসন্তের আগমন। শীত চলে যায় রিক্ত হস্তে আর বসন্ত আসে ফুলের ডালা সাজিয়ে, চলে বসন্ত উৎসব। এই মধুর মোহনায় আর রাঙানো উৎসবে আমিও নিজেকে বিলিয়ে দিতে চাই নতুন সৃষ্টির মাধ্যমে।
নানা প্রতিকুলতার মাধ্যমে কাগজে ছাপার অক্ষরে একটি বাংলা পত্রিকা ধরে রাখতে চেয়েছিলাম। “বাংলা টাম্স” তার মধ্যে অন্যতম। কিন্তু বিশ্ব আজ উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির এই যুগে তাই আমাকেও কাগজে ছাপার অক্ষর থেকে একটু দূরে সরে এসে নব-প্রজন্মের কাছে তুলে ধরতে হচ্ছে “অনলাইন”। দুর প্রবাসে গণমাধ্যমের এই প্রযুক্তির পত্রিকা আশাকরি পাঠকদের কাছে দ্রুতই তথ্য সরবরাহ করা সম্ভব হবে।
আমার বড় বিশ্বাস অনলাইনের এই নতুন উপহার পাঠক সমাজের খোরাক যোগাতে কিছুটা হলেও সক্ষম হবে। আর একই সাথে অতীতের মত সবার সহযোগীতা অব্যহত থাকবে।
প্রকৃতির ফাগুন আর ভাষা আন্দোলনের ২১ আমাদের ভালবাসা গর্বের ও অহংকারের। এই দিনে সেই সব ভাষা শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা। শুভ হোক সুন্দর হোক আমাদের সবার জীবন।

আহসান রাজীব বুলবুল
প্রধান সম্পাদক
বাংলা নিউজ সিএ