প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৭ জন।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ৩৬০ জনে। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ৭৩ হাজার ৫৮৭ জন।সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুইজন ও বরিশাল বিভাগের হাসপাতালে আরও দুজন মারা গেছেন। বাকি একজন মারা গেছেন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪১ জন, ঢাকা বিভাগে ২৪৬ জন, ময়মনসিংহে ৪৫ জন, চট্টগ্রামে ১৪৫ জন, খুলনায় ১৪২ জন, রাজশাহী বিভাগে ৬৮ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগের হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩৯৫ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৩৯ জন, আর ২ হাজার ৪৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৩ হাজার ৩৭১ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ২১৬ জন।চলতি বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ রোগী ভর্তি হয়েছেন অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের। নভেম্বরের প্রথম ১১ দিনে ১১ হাজার ৭৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৬৩ জনের।
জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন, যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আটজনের।
জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন হাসপাতালে ভর্তি হন, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। আগস্টে ৬ হাজার ৫২১ জন হাসপাতালে ভর্তি হন, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ নভেম্বর ২০২৪ /এমএম