প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউড বাদশাহ শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গৌতম গম্ভীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছিলেন— এখানে সেই লোকটির জন্য শুভেচ্ছা, যিনি ২৫ বছর বয়সে পদার্পণ করছেন! আপনার এনার্জি, ক্যারিশমা এবং চার্ম প্রতি বছর আরও তরুণ হয়ে উঠুক! আপনি চিরকাল ভালোবাসা ছড়িয়ে দিন।
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ এ বার্তার সঙ্গে তার এবং শাহরুখের একটি ছবিও পোস্ট করেন। যেখানে ‘কিং খান’ তাকে জড়িয়ে ধরে আছেন। এবার ভারতীয় ক্রিকেট দলের কোচকে পাল্টা বার্তা দিলেন শাহরুখ খান। এবং লিখেছেন— ‘আমি ২৫ ?! আমার মনে হয় আমি আরও তরুণ… হা হা হা… ধন্যবাদ জিজি অনুপ্রেরণা হয়ে ওঠার জন্য। মাই ক্যাপ্টেন ফরএভার অ্যান্ড মোর…লাভ ইউ’।
কয়েক দিন আগে নিজের ৫৯তম জন্মদিন পালন করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানানোর বন্যা বয়ে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকা কিংবা ক্রীড়াবিদ— কেউ বাদ নেই সেই তালিকা থেকে। দীর্ঘদিন ধরেই আইপিএলের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের কো ওনার ‘কিং খান’। একদা এই দলের সঙ্গেই ক্রিকেটার হিসেবে যুক্ত ছিলেন গৌতম গম্ভীর, পরে ছিলেন মেন্টরও। ২০২৪ সালে তার তত্ত্বাবধানেই আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর।শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে তাই তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি গৌতম গম্ভীরও। ব্যস্ত থাকায় কিছুটা দেরি করে উত্তর দেন শাহরুখ খান। তবে সবার মন জয় করে নিয়েছে তার বার্তা।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আইপিএলের কলকাতা ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক অভিনেতা শাহরুখ খান। অন্যদিকে গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। এর পর কেকেআরের মেন্টর হন গৌতম গম্ভীর। তবে মাঝে লখনউ সুপার জায়ান্টের মেন্টর হয়েছিলেন জিজি। ২০২৪ সালে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এ বছর আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল কেকেআর।
এর পরেই রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হন গৌতম গম্ভীর। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি তার। শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজে পরাজয়ের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ৩-০ ব্যবধানে পরাজিত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যে কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে গৌতম গম্ভীরকে।সাবেক ক্রিকেটারদের থেকে সাধারণ সমর্থক— সবাই প্রশ্ন তুলছেন তার ভূমিকা নিয়ে। এ রকম পরিস্থিতিতে চলতি মাসে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার সিরিজ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৭ নভেম্বর ২০২৪ /এমএম