Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  ইনজুরি থেকে ৩৬৯ দিন পর মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। সৌদি ক্লাব আল-হিলালের হয়ে পুরো ম্যাচ খেলতে পারলে জাতীয় দলে ফেরাও নিশ্চিত হতো এই তারকা ফরোয়ার্ডের। ২০২৫ সালের আগে ব্রাজিলের হয়ে নেইমারের খেলা অনিশ্চিত।নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ১ নভেম্বর দল ঘোষণা করার কথা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গত ২১ অক্টোবর আল আইনের বিপক্ষে ৭৭ মিনিটে মাঠে নামেন নেইমার।

আল হিলালের হয়ে পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামবেন ৫ নভেম্বর। জাতীয় দল ঘোষণার আগে নেইমারের খেলা দেখার সুযোগ নেই ব্রাজিল টিম ম্যানেজমেন্টের; যা নিয়ে নেইমার এবং ব্রাজিল দল উভয়পক্ষ আলোচনায় বসেছিল। সেখানেই সিদ্ধান্ত হয়– ২০২৫ সালের আগে জাতীয় দলের হয়ে নেইমারের খেলা হচ্ছে না। মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে।

ব্রাজিল সর্বশেষ অক্টোবর উইন্ডোতে চিলি ও পেরুর বিপক্ষে বাছাইয়ের ম্যাচে জয় পেয়েছিল; যা তাদের স্বস্তি ফিরিয়েছে কিছুটা, এমনকি নেইমারকে দলে পাওয়ার ব্যাপারে যে আকাঙ্ক্ষা তীব্র হয়েছিল সেটিও কমে এসেছে। আল-হিলালও পরিকল্পনা সাজিয়েছে সেলেসাও তারকাকে নিয়ে।এ বছর এএফসির প্রতিযোগিতায় আরও তিনটি ম্যাচ খেলবে আল হিলাল। ব্রাজিল ১৫ নভেম্বর ভেনেজুয়েলার আর ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩০ অক্টোবর ২০২৪ /এমএম