Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৮৩ জন মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজারের কাছাকাছি। গত মাসে দেশের একজন স্বনামধন্য গবেষক এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে তা সত্য বলে প্রমাণিত হলো।

১ অক্টোবর প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০৫৫ জন এবং সে মাসে মারা গেছে ১৪ জন। মাঝে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও জুনে ডেঙ্গু প্রকোপ অপেক্ষাকৃত কম ছিল। কিন্তু জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ২৬৬৯ ও মারা যায় ১২ জন, আগস্টে ডেঙ্গু রোগী বেড়ে হয় ৬৫২১ জনে ও সে মাসে মারা যায় ২৭ জন রোগী এবং সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৮৩ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয় ১৯২৪১ জন।

প্রখ্যাত কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার দৈনিক মানবকণ্ঠে গত ২৩ আগস্ট বিশেষ সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে।’ একই সাথে তিনি জরুরি কিছু পদক্ষেপের বিষয়ে বলেছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের ১ অক্টোবর, ২০২৪ সালে প্রকাশিত রিপোর্টে তার সত্যতা মিললো।চলতি মাস ও নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ কেমন হবে এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক ড. কবিরুল বাশার মানবকণ্ঠকে বলেন, ‘নভেম্বর থেকে কমে আসবে তবে খুব বেশি কমবে না এ বছর ডেঙ্গুর প্রকোপ থাকবে।’

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ অক্টোবর ২০২৪ /এমএম

 


Array