প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এ ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও বোর্ড কর্মকর্তাদের সকলকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন। আগামী দিনগুলোতেও বাংলাদেশ দলের এমন সাফল্য কামনা করেন তিনি। রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয়ী হয়ে দুই ম্যাচ সিরিজে স্বাগতিক পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৩ সেপ্টেম্বর ২০২৪ /এমএম
Array





