Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কাজের মানের দিকে গুরুত্ব দিয়ে যৌক্তিক জায়গা থেকে পারিশ্রমিক বাড়িয়েছিলেন। তবে ইন্ডাস্ট্রির স্বার্থকেই তিনি বড় করে দেখছেন। সম্প্রতি শিল্পীদের পারিশ্রমিক কমানোর দাবি তুলেন প্রযোজক-পরিচালকরা। যদিও এ দাবি অনেকদিন থেকেই তারা করছেন। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘আমি যৌক্তিক জায়গা থেকেই পারিশ্রমিক বাড়িয়েছিলাম।

আমার বাজেট নিয়ে কখনোই কারও কাছ থেকে অভিযোগ শুনিনি। কারণ সবকিছুর সঙ্গে সমন্বয় করেই আমি পারিশ্রমিক নির্ধারণ করেছি। তবে কখনোই বছরে দুইবার পারিশ্রমিক বাড়াইনি। এখন যদি বলা হয় ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়ানোর স্বার্থে বাজেট কমাতে হবে, তাহলে অবশ্যই যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেব।’

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৩ সেপ্টেম্বর  ২০২৪ /এমএম