প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চোটের কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সবশেষ কোপা আমেরিকায়ও মাঠে নামা হয়নি তার। দলের সেরা ফুটবলারকে ছাড়া ব্যর্থ হয়েছে ব্রাজিলও। সব মিলিয়ে নেইমারের এই চোট ভোগাচ্ছে তার দল ব্রাজিল ও ক্লাব আল হিলালকে। আর এ অবস্থায় কঠিন মানসিক পরীক্ষা দিতে হচ্ছে নেইমারকে। লড়তে হচ্ছে আবারও মাঠে ফেরার জন্য।
গত অক্টোবরে চোটে পড়া নেইমার, চোট সারিয়ে মাঠে ফিরতে এখন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। নিয়মিতই তাকে দেখা যাচ্ছে ফিটনেস নিয়ে কাজ করতে। সেই তিনি এবার জানালেন মাঝের সময়টাতে কতটা মানসিক পরীক্ষা দিতে হয়েছে তাকে। চোটের কারণে হাল ছেড়ে দিয়ে অবসরের ভাবনাটাও মাথায় এসেছিল তার।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে নেইমার বলেন, ‘এবার চোটে পড়ার পর এমনও অনেক দিন গেছে, যখন খুব কঠিন সময় কেটেছে। এমন কিছু দিন, যখন আমি হাল ছেড়ে দিতে চেয়েছি। এই সব কিছুর মধ্য দিয়ে যাওয়া কঠিন।’
তবে এই কঠিন সময়ে নেইমার বিশ্বাস রেখেছেন নিজের ওপর, সৃষ্টিকর্তার ওপর। জানিয়েছেন নিজের অপূর্ণ চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা। নেইমার বলেন, ‘আমার ভেতর এমন একজন যোদ্ধা আছে, আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত যে থামবে না! সৃষ্টিকর্তাই আমার শক্তি ও আশ্রয়। আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাব।’
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০১ আগস্ট ২০২৪ /এমএম