Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বাংলাদেশের আইন ও সংবিধান এবং তাদের নিজেদের পলিসি এ দেশে বাস্তবায়ন হচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু টিকটক ছাড়া ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম সাড়া দেয়নি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভা কক্ষে চলমান সময়ের সাইবার নিরাপত্তাবিষয়ক জরুরি সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা সহিংসতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শেয়ার করা হয়েছে। এই শেয়ারের ফলে সহিংসতা সহিংসতা আরও বেড়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এসব সহিংসতার বিষয়ে সামাজিক যোগাযোগের ভূমিকা, করণীয় বিষয়ে গত ২৭ জুলাই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের আগামী ৩১ জুলাই বিটিআরসিতে ডাকা হয়েছিল। কিন্তু টিকটক ছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম সাড়া দেয়নি। প্রতিমন্ত্রী বলেন, আশা করছি এখনও সময় আছে, তারা সাড়া দেবেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩০ জুলাই ২০২৪ /এমএম


Array