প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটিতে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ২৩ বছরের শিরোপা আক্ষেপ ঘোচাতে মরিয়া কলম্বিয়ানরাও। বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন ফাইনালে কোন জার্সি গায়ে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়নরা।
১৯৯০ সালের বিশ্বকাপের ফাইনাল হেরে ম্যারাডোনার সেই কান্না এখনো চোখে ভাসে ফুটবল অনুরাগীদের। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও মেসি-ডি মারিয়াদের হতাশাময় চেহারা এখনো পীড়া দেয় ভক্তদের। এই দুই ফাইনালে আর্জেন্টিনা এওয়ে জার্সি অর্থাৎ নীল জার্সি পরে খেলেছিল।
আর্জেন্টাইনদের কাছে ফাইনালের জন্য এই এওয়ে জার্সি অনেকটা অপয়া জার্সির মতই। ২০২১ কোপা আমেরিকার ফাইনাল এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে সেই অপয়া জার্সি থেকে সরে এসে চিরাচরিত হোম জার্সি আকাশী-সাদা জার্সি পরে খেলে সাফল্য পেয়েছিল।
আরো একবার ফাইনালের সামনে আর্জেন্টিনা। ভক্তদের মনে প্রশ্ন আর্জেন্টিনা কোন জার্সি পরে খেলবে। সমর্থকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। শুক্রবার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালের জার্সি গায়েই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা চিরচেনা আকাশি-নীল এবং সাদা জার্সি পড়ে মাঠে নামবেন। সঙ্গে থাকবে সাদা শর্টস এবং সাদা মোজা। মজার বিষয় হচ্ছে এবারের আসরের সবগুলো ম্যাচে এই একই জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা।
তবে পরিবর্তন আসবে গোলরক্ষকদের জার্সিতে। ‘দিবু’ খ্যাত এমিলিয়ানো মার্টিনেজসহ বেঞ্চে থাকা অন্য গোলরক্ষকরা সবুজ রংয়ের জার্সি গায়ে জড়াবেন। লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের স্মরণীয় ফাইনালেও একই জার্সি পড়েছিল আলবিসেলেস্তেদের গোলরক্ষকরা।
এবারের কোপার আসরে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে লাল রংয়ের জার্সি গায়ে জড়ান আর্জেন্টাইন গোলরক্ষক। এ ছাড়া আসরে অন্য ম্যাচগুলোতে সবুজ রংয়ের জার্সি পড়তে দেখা যায় তাকে।
অন্যদিকে কলম্বিয়া তাদের চিনচেনা হলুদ জার্সি পরে ফাইনাল খেলতে নামবে। প্রশ্ন হল তাদের গোলকিপার ক্যামিলো ভার্গাসের জার্সি কেমন হবে? তিনি প্যারাগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে সবুজ, ব্রাজিলের বিপক্ষে গোলাপী আর পানামা ও উরুগুয়ের বিপক্ষে বেগুনি রংয়ে জার্সি ব্যবহার করেছিলেন।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৩ জুলাই ২০২৪ /এমএম