Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা রাজকীয় আয়োাজনে বিয়ে করে আলোচনায় আসেন তারা। বিয়ের পরই ওজন বাড়তে শুরু করে এ অভিনেত্রীর। কিন্তু বিয়ের পর পরই শারীরিক গঠনের এমন অবস্থা দেখে কটাক্ষ করেছিলেন নেটিজেনরা। সেই সময় কোনো জবাব না দিয়ে উপেক্ষা করে গিয়েছিলেন বিষয়টি। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। এদিকে কিছু দিন আগেই মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া অভিনীত ‘অমর সিং চমকিলা’। সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এতে অভিনয়ের জন্যই মূলত ওজন বাড়াতে হয়েছিল তাকে। চরিত্রের প্রয়োজনে তিনি ১৬ কেজি ওজন বাড়ান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গত দুই বছরে নিজেকে বেশ ফিট করে তুলেছিলেন। তবে তা কাজে আসেনি। তিনি বলেন, যখন আমি পুরো দমে ডায়েট করায় মন দিচ্ছিলাম, ঠিক সেই সময় এ সিনেমার প্রস্তাব আসে আমার কাছে। পরিচালক জানান, আমাকে কমপক্ষে ১৬ কেজি ওজন বাড়াতে হবে। ওই সময়টা আমি শুধু জাঙ্কফুডের ওপরেই থাকতাম। কোনো রকমের ওয়ার্কআউট করতাম না। অভিনেত্রী জানান, সেই সময় ওজন বেড়ে যাওয়ায় তিনি কোনো ইভেন্টেও যেতেন না। টানা ছয় মাস কোনো রকম ব্যায়াম না করে শুধু খেয়ে আর ঘুমিয়ে ১৬ কেজি ওজন বাড়িয়েছেন তিনি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ জুন ২০২৪ /এমএম