প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। সুপার এইটে টিকে থাকার জন্য আজ কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে। যেখানে তাদের প্রতিপক্ষে নেদারল্যান্ডস। যাদের কাছে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল টাইগাররা। ডাচদের বিপক্ষে জিতলেই শেষ আট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে শান্ত-হৃদয়দের। জিতলে একই সুযোগ থাকছে নেদারল্যান্ডসেরও। তবে এই ম্যাচে টাইগারদের বিপক্ষে থাকবেন সাবেক দুই কোচও। সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। বৃহস্পতিবার (১৩ জুন) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিন্সসেটে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে ম্যাচটি।
আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু নেদারল্যান্ডের ক্রিকেটাররাই নন। তালিকায় আছেন বাংলাদেশ দলের সাবেক দুই কোচও। তারা হলেন সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। এই যেন ‘ঘরের শত্রু বিভীষণ’। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ডাচ ক্রিকেটার লাগান ফন ভিক। এ সময় ডমিঙ্গো-কুকদের নিয়ে তিনি বলেন, ”আমার মনে হয় এটা (রায়ান কুক ও রাসেল ডমিঙ্গো) আমাদের জন্য বাড়তি একটা সুবিধা। রাসেল এবং রায়ান খেলোয়াড়দের (বাংলাদেশ) খুব ভালো করে চেনে।’
‘তারা অনেকদিন তাদের কোচিং করিয়েছে। ব্যাক পকেটে বাড়তি সুবিধা হিসেবে আমরা এটা পাচ্ছি। যতটা সম্ভব আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করবো। তারা হয়ত আমাদের কিছু সিক্রেট প্ল্যান দিতে পারে যা তাদের জন্য অপ্রত্যাশিত হবে। আমরা খুবই আত্মবিশ্বাসী কারণ তারা খেলোয়াড়দের খুব ভালো করে চেনে।’ -যোগ করেন তিনি। ফন ভিক আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারাতেও, ‘গত বিশ্বকাপে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম, সেখান থেকে আমরা আত্মবিশ্বাস নিয়েছি। আশা করছি ওই আত্মবিশ্বাসটা আমাদের কাল কাজে দেবে। আমরা জানি নিজেদের সেরা দিনে আমরা বাংলাদেশকে হারাতে পারি। আমরা এরকম মাইন্ডসেট নিয়ে খেলতে নামব।’
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে কে ফেভারিট প্রশ্নের উত্তরে ফন ভিক বলেন, ‘কে ফেবারিট? আমি যেহেতু এখানে বসে তাই ডাচরা ফেবারিট। আমরা ডাচরা খেলোয়াড়রা আসলে এমনই। কয়েক বছরে বেশ ভালো কিছু জয় আছে আবার কিছু বাজে হারও আছে। সর্বশেষ কয়েক বছরের হিসেবে দল হিসেবে আমরা কোন পর্যায়ে আছি সেটার পরীক্ষা হবে।’
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৩ জুন ২০২৪ /এমএম