Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রমজানের আগে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ৩৩৩ হটলাইন চালু করেছে সরকার। ‘খাদ্য ও কৃষিপণ্য যৌক্তিক দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হলে যে কেউ হটলাইনে ফোন দিয়ে জানাতে পারবেন বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রবিবার জাতীয় সংসদে বাণিজ্য প্রতিমন্ত্রী ৩৩৩ হটলাইন চালুর ঘোষণা দেন।প্রতিমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনা সংস্কারের চেষ্টা করছে সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কাজ করছে। প্রত্যেকটি পণ্যের দাম জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে মনিটর করা হচ্ছে। রমজানের আগে ৩৩৩ হটলাইন চালু হবে।

আহসানুল ইসলাম টিটু জানান, বাজারে কোনো পণ্যের অভাব নেই। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে পারলে অবৈধ মজুতদাররা সুবিধা করতে পারবে না।এর আগে গত ৮ ফেব্রুয়ারি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, এবার রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাভাবিক আইন প্রয়োগ করেই বাজার মনিটরিং জোরদার করা হবে। প্রয়োজন হলে জরুরি আইন প্রয়োগ করা হবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ ফেব্রুয়ারি ২০২৪ /এমএম