Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ তিন দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে রবিবার বাসায় ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাকে খুব শিগগির উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন নায়িকার মা ফেরদৌসী পারভীন।জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন নুসরাত ফারিয়া। আরও ভালো চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার সব পরিকল্পনা করছে তার পরিবার।

এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নুসরাত ফারিয়াকে রাজধানীর বনানীর ইয়োর্ক হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতে হঠাৎ অচেতন হয়ে পড়েন ফারিয়া। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।সে সময় নায়িকার মা ফেরদৌসী পারভীন জানান, ‘বেশ কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিলেন ফারিয়া। শরীর দুর্বল, মুখে রুচি নেই, খুব মাথাব্যথা করছিল তার। বৃহস্পতিবার হঠাৎ অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ ফেব্রুয়ারি ২০২৪ /এমএম