Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল (৫৫)। বুধবার সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের প্রিমিয়ারে অংশ নিতে নিজেই গাড়ি চালিয়ে বসুন্ধরা সিটিতে আসেন তিনি। পার্কিং থেকে হলে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে আহমেদ রুবেলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানান তিনি। এর আগে বুধবার সন্ধ্যায় আহমেদ রুবেলের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানান ‘পেয়ারার সুবাস’ সিনেমার পরিচালক নুরুল আলম আতিক।

আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। রুবেল ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকায়। তিনি পরিবার নিয়ে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে থাকছিলেন।সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয়ে হাতেখড়ি। তার অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’-তে অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।পরবর্তীতে হুমায়ূন আহমেদের বেশকিছু নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছিলেন আহমেদ রুবেল। কাজ করেছেন হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’তেও। এছাড়া কাজ করেছেন কলকাতার সিনেমা ‘পারাপার’-এও।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৭ ফেব্রুয়ারি ২০২৪ /এমএম