প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে দক্ষিণ আফ্রিকা গিয়েছিল বাংলাদেশ দল। এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবেই খেলতে নেমেছিল টাইগার যুবারা। তবে সেই লক্ষ্যে ভাটা পড়েছে সুপার সিক্স থেকেই। আইসিসির জটিল নিয়মের মারপ্যাঁচের পরেও সেমিতে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু, পাকিস্তানের বিপক্ষে ৫ রানের পরাজয়ের ফলে যুব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।
ব্যর্থ মিশন শেষ করে আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে টাইগার যুবারা।যে প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গিয়েছিল, তার কিছুই পূরণ করা হয়নি বাংলাদেশের। নিজেদের বড় দুই ম্যাচেই হেরে বসেছে যুবা টাইগাররা। গ্রুপপর্বে তারা ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারার পর জয় পেয়েছিল অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
সুপার সিক্সে ম্যাচ ছিল নেপাল এবং পাকিস্তানের বিপক্ষে। নেপালের বিপক্ষে জয়ের পর পাকিস্তান ম্যাচেও জয়ের কক্ষপথেই ছিল বাংলাদেশ। ১৫৬ রানের লক্ষ্য স্পর্শ করতে সময় ছিল ৩৮.১ ওভার পর্যন্ত। কিন্তু চাপের মুখে ১৫০ রানেই অলআউট হয় বাংলাদেশ। ৫ রানের হারে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ /এমএম