Menu

ধোনিকে টপকাতে আরেকটি জয় চাই কোহলির

বাংলানিউজসিএ ডেস্ক :: ভারত অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচে এমএস ধোনির জয়ের শতকরা হার ৪৫। ২৭ জয়ের বিপরীতে ১৮ হার। ১৫ ড্র। টেস্টে বিরাট কোহলির জয়ের শতকরা হার ৫৫.৩১। এই ফরম্যাটে যা ভারতের অধিনায়কদের মধ্যে সেরা। কোহলির নেতৃত্বে ৪৭ টেস্টে ভারতের জয় ২৭টি। ১০টি করে হার ও ড্র।

সবচেয়ে বড় দৈর্ঘ্যরে ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হওয়ার দোরগোড়ায় কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট যদি ভারত জিতে যায়, তাহলে ধোনিকে টপকে কোহলি হবে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। সিরিজের প্রথম টেস্ট জিতে ধোনির ২৭ জয়ের রেকর্ড স্পর্শ করেছেন কোহলি।

সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট জিতলে সংখ্যাটা হবে ২৮। ভারত অধিনায়ক হিসেবে যা সর্বোচ্চ। এরই মধ্যে ভারত অধিনায়ক হিসেবে দেশের বাইরে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জেতার রেকর্ডে কোহলি ছাড়িয়ে গেছেন সৌরভ গাঙ্গুলীকে। ২৬ টেস্টে কোহলির জয় ১২টি। সৌরভ ১১টি জয় পেয়েছিলেন ২৮ ম্যাচে।

এদিকে দ্বিতীয় ও শেষ টেস্টেও ফেভারিট ভারত। প্রথম টেস্ট ৩১৮ রানে জেতা সফরকারীরা একাদশ অপরিবর্তিত রেখে মাঠে নামবে। প্রথম টেস্টে স্বাগতিকদের ইনিংসে ধস নামিয়েছিলেন দুই ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা। প্রথমজন ছয় উইকেট এবং দ্বিতীয়জন আট উইকেট নেন। আজিংকা রাহানে চাপের মুখে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যাচসেরা হন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩০ আগস্ট ২০১৯ / এমএম


Array