Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ চলতি বিশ্বকাপটা খুব বাজে কাটছে বাংলাদেশের। হারের বৃত্তে বন্দি হয়ে পড়েছে বাংলাদেশ। সাত ম্যাচ খেলে ছয়টিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছে সাকিবের দল। যার ফলে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। সেই সঙ্গে শঙ্কা তৈরি হয়েছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে।

বাংলাদেশের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। পরের দুই ম্যাচে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার। তবে দলের দুই ম্যাচ বাকি থাকলেও দেশে ফিরে এসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ দলকে সাহস জোগাতে নেদারল্যান্ডস ম্যাচের আগে ভারতে গিয়েছিলেন পাপনসহ বেশ কয়েকজন বোর্ড কর্তা। এরপর ডাচদের কাছে শোচনীয় পরাজয়। সবশেষ পাকিস্তানের কাছেও বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এই দুই পরাজয়ের সাক্ষী ছিলেন বিসিবি কর্তারা।

দলের এমন বাজে পরিস্থিতিতে দেশে ফিরেছেন পাপন। এই সফরে বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

বুধবার কলকাতা থেকে ঢাকা ফিরেছেন তারা। তার আগে গণমাধ্যমে জানিয়েছিলেন, দলের এমন খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছে বিসিবি। ক্রিকেটারদের যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবে।এদিকে বাংলাদেশ দলও বুধবার কলকাতা ছেড়েছে। তাদের পরবর্তী চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে দিল্লিতে মুখোমুখি হবে টাইগাররা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ নভেম্বর ২০২৩ /এমএম


Generic selectors
Exact matches only
Search in title
Search in content