Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  এই তো সেদিন পৃথিবীর আলো দেখল ইউভান। দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। ১২ সেপ্টেম্বর তার জন্মদিন। এক মাস দুমাস পেরিয়ে তিন বছরে পা দিল শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর পুত্রসন্তান।তিন বছর আগে এই দিনেই শুভশ্রীর কোল আলো করে এসেছিল ইউভান। ছেলের জন্মদিন কিভাবে পালন করবেন তারা? পরিকল্পনা জানালেন রাজ।সোমবার রাতে বন্ধুদের সঙ্গে ‘জওয়ান’ দেখতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রামের স্টোরিতে তার প্রমাণ মেলে।মঙ্গলবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকেন সবাই।

বিশেষ দিনে ছেলেকে কী চমক দেবেন? প্রশ্নের উত্তরে রাজ বললেন, ‘সে রকম ধুমধাম করার কোনো পরিকল্পনা নেই। আমাদের আবাসনে ওর কিছু বন্ধু থাকে, তারা আসবে। পাশাপাশি ওর স্কুলের বন্ধুদেরও আসার কথা।’তিনি আরও বলেন, ‘বন্ধুদের সঙ্গে ইউভান বিকালে কেক কাটবে। এটুকুই।’ এ দিকে জন্মদিনে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের মধ্যে অনেকেই ইউভানকে উপহার পাঠিয়েছেন। তার বিভিন্ন ঝলক ইনস্টাগ্রামের স্টোরিতে তুলে ধরেছেন শুভশ্রী।চক্রবর্তী পরিবারে আগামী কয়েক মাস খুশির আবহ। কারণ দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী। গত জুন মাসে এ সুখবর জানান দম্পতি।আগামী ডিসেম্বরে পরিবারে আসতে চলছে নতুন সদস্য। শুভশ্রীর শরীর-স্বাস্থ্য এখন ভালো রয়েছে বলেই জানালেন রাজ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২ সেপ্টেম্বর ২০২৩ /এমএম