Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সংস্পর্শেই যেন বদলে গেছে ইন্টার মিয়ামি। জিতেই চলেছে একের পর এক ম্যাচ। এবার তারা হারালো এমএলএস চ্যাম্পিয়নদের। রবিবার রাতে লস অ্যাঞ্জেলস এফসিকে ৩-১ গোলের বড় ব্যবধানে জিতেছে লিওনেল মেসির দল।

বিএমও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে সমানতালে খেললেও আক্রমণে ধার বেশি বেশি বর্তমান চ্যাম্পিয়নদের। পুরো ম্যাচের ৪৮ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে লস অ্যাঞ্জেলস এফসি। আর গোল আদায়ের জন্য তারা মোট শট নিয়েছে ২৮টি। কিন্তু মাত্র একটি গোল পেয়েছে তারা।এদিকে পুরো ম্যাচের ৫২ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখতে পেরেছেন লিওনেল মেসি-ডেভিড আলাভারা। আর পুরো ম্যাচে মোট শট নিয়েছে ১৫টি। গোল এসেছে তিনটি।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরু থেকে আক্রমণ চালায় দুদল। তবে প্রথম গোল পেয়েছে ইন্টার মিয়ামিই। টমাস আভিলেসের পাস থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ফাকুন্দো ফারিয়াস। মাঠে পড়ে গেলেও আলতো টোকায় বলকে জালে জড়ান তিনি। প্রথমার্ধ শেষ হয়েছে ১-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল আদায় করে ইন্টার মিয়ামি। বক্সের বাইরে থেকে মেসির বাড়ানো বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন আলবা। ম্যাচের ৮৩ মিনিটে আবারও মেসির ঝলক। বল পেয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে নিজে শট নেওয়ার জায়গা না পেয়ে বাড়িয়ে দেন সতীর্থ কাম্পানাকে। দারুণ ফিনিশিংয়ে গোল করে দলের হয়ে ব্যবধান ৩-০ করেন কাম্পানা।

এদিকে ম্যাচের একদম অন্তিম মুহূর্তে সান্ত্বনাসূচক একটি গোল পেয়েছে লস অ্যাঞ্জেলস এফসি। শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মিয়ামি।এ জয়ের পরও পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসেনি। ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে অবস্থান করছে ইন্টার মিয়ামি। এদিকে ২৭ ম্যাচে সর্বোচ্চ ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান সিনসিনাতির। দুই নম্বরে অবস্থান করছে নিউ ইংল্যান্ড। তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৪ সেপ্টেম্বর ২০২৩ /এমএম