প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ২০২২ বিশ্বকাপটা ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। দলীয় সাফল্য যেমন ছিল না, তেমনি ব্যক্তিগত সাফল্যেও ছিল না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের । তবে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে রোনালদোকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পর্তুগাল।বিশ্বকাপের হতাশা ভুলে আবারও মাঠে নামছে পর্তুগাল। বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়া এবং লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচ খেলবে পর্তুগাল। ইউরোপ পর্ব শেষ করে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন এই রোনালদো। তবে সেখানেও গোল করে চলেছেন ৩৮ বয়সী এই তারকা ফুটবলার। প্রথমবারের মতো ক্লাবকে জিতিয়েছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। আসরের সর্বোচ্চ গোলের মালিকও ছিলেন তিনি।
আগামী বছরের জুনে জার্মানিতে বসবে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। এর আগে টিকিট নিশ্চিত করতে বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেছে ইউরোপের দলগুলো। ‘জে’ গ্রুপে থাকা পর্তুগাল ইতিমধ্যে খেলা ৪ ম্যাচের সবকটি জিতে শীর্ষে আছে।পর্তুগাল স্কোয়াড: দিওগো কস্তা, হোসে সা, রুই প্যাট্র্রিসিও, অ্যান্তোনিও সিলভা, দানিলো পেরেইরা, গঞ্চালো ইনাচিও, রুবেন দিয়াজ, টটি গোমস, দিওগো দালোত, হোয়াও কানসেলো, নেলসন সেমেদো, পেদ্রো নেটো, হোয়াও পালিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, ওটাভিও, ভিতিনিয়া, বের্নার্দো সিলভা, হোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, ক্রিশ্চিয়ানো রোনালদো, দিওগো জোটা ও গঞ্চালো রামোস।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ সেপ্টেম্বের ২০২৩ /এমএম