প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: এশিয়া কাপের আগেই চোটে জর্জরিত শ্রীলংকা ক্রিকেট দল। যে কারণে তারুণ্য নির্ভর দল নিয়েই এশিয়া কাপ মিশন শুরু করে লংকানরা। তরুণ দল নিয়েই বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়ে দেয় শ্রীলংকা।এশিয়া কাপের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার লংকানদের বিপক্ষে স্রেফ উড়ে গেল টাইগাররা। খেলা শেষে অধিনায়ক সাকিব জানান, এই উইকেটে তিনশতাধিক রান হওয়ার উপযুক্ত। কিন্তু আমরা প্রত্যাশিত রান করতে পারনি।
সাকিব বলেন, এই উইকেটে তিনশতাধিক রান অনায়াসে উঠতে পারে। কিন্তু আমরা সেটা করতে পারিনি। আড়াইশ রান করলেও ম্যাচে ফাইট দেওয়া যেত। আমরা আমাদের সেরা দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসকে এশিয়া কাপে পাইনি। তাছাড়া আমাদের কেউ এই ম্যাচে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেনি।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ৩১ আগস্ট ২০২৩ /এমএম





