Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ জয় দিয়ে মেজর লিগ সকারে অভিষেক হয়েছে লিওনেল মেসির। গতকাল নিউইয়র্ক রেড বুলসকে মেসির ক্লাব ইন্টার মিয়ামি পরাজিত করেছে ২-০ গোলে ব্যবধানে। বদলি বেঞ্চ থেকে উঠে এসে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

লিগ কাপ জয় ও ইউএস ওপেন কাপের ফাইনালে পৌঁছানোর এক সপ্তাহ পর মেসিকে মূল দল থেকে বিশ্রাম দিয়েছিলেন মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো। কিন্তু ৬০তম মিনিটে ম্যাচে ফিরেই আবারও নিজেকে প্রমাণ করেছেন মেসি। সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটসের সঙ্গে একই সময় খেলতে নামা মেসিকে অবশ্য মাঠে খুব একটা সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়নি। তারপরও ৮৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে অবশ্য কোনো ভুল করেননি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ফুটবলের নিয়মিত মৌসুমে দারুণ সূচনা হলো মেসির।

৮৯তম মিনিটে ডি-বক্সের ভেতর তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে মেসি বল বাড়ান ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকা বেঞ্জামিন ক্রেমাশিকে। পরে দ্রুত এগিয়ে গিয়ে ফিরতি বল টোকা দিয়ে জালে জড়িয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৯ ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে ১১ গোল করলেন মেসি।

মিয়ামির ১৯ বছর বয়সী ডিফেন্ডার নোহা অ্যালেন বলেছেন, ‘তিনি একজন অবিশ্বাস্য খেলোয়াড়। প্রতিদিনই তার কাছ থেকে মাঠ ও মাঠের বাইরে আমরা নতুন অভিজ্ঞতা লাভ করছি। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী মেসির সঙ্গে খেলতে পারাটা সত্যিই সৌভাগ্যের।’

মাত্র এক মাসের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার পর মিয়ামির কোচ মার্টিনো আগেই ইঙ্গিত দিয়েছিলেন বেশ কিছু খেলোয়াড়ের বিশ্রামের প্রয়োজন রয়েছে। রেড বুলসের বিপক্ষে দল নির্বাচনে নিজের পরিকল্পনায় কঠোর ছিলেন মিয়ামি কোচ। এতে অবশ্য রেড বুল অ্যারেনার দর্শকরা কিছুটা হতাশ হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৭ আগস্ট ২০২৩ /এমএম


Array