প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: লিগস কাপের ফাইনালে টাইব্রেকার রোমাঞ্চে নাসভিলেকে ১০-৯ গোল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ইন্টার মিয়ামি। এর আগে নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র হয় ১-১ গোল ব্যবধানে। ইন্টার মিয়ামির হয়ে মেসি ও নাসভিলের পক্ষে ফাফা পিকাল্ট একটি করে গোল করেন।টাইব্রেকারে প্রথম চার শটের মধ্যে চারটিতেই গোল আদায় করে লিওনেল মেসি নেতৃত্বাধীন ইন্টার মিয়ামি। অন্যদিকে তিনটি গোল পায় প্রতিপক্ষ নাসভিলে। তাই শেষ শটে গোল করতে পারলেই শিরোপা নিশ্চিত হতো ইন্টারের। কিন্তু শেষ শটে গোল মিস করেন ভিক্টোর ওলোয়া। অন্যদিকে গোল পেয়ে যায় প্রতিপক্ষ।
এরপর টানা পাঁচটি শটে গোল পেয়েছে দুদল। ফলে মোট ১০টি করে শট নেওয়ার পর আসেনি ফলাফল। নিজেদের ১১তম শটে ইন্টার মিয়ামি গোল পেলেও পায়নি নাসভিলে। তাতেই ১০-৯ গোল ব্যবধানে জয় নিশ্চিত করেন মেসি বাহিনী।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার মিয়ামি। সেই সুবাদে ২৩তম মিনিটেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।তবে খেলার ৫৭তম মিনিটে ফাফা পিকল্টের গোলে সমতায় ফেরে ন্যাশভিলে। বাকি সময়ে আর কেউ গোল করতে সক্ষম হয়নি। ম্যাচটি শেষ হয় ১-১ গোল ব্যবধানে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২০ আগস্ট ২০২৩ /এমএম





