Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  রিয়াল মাদ্রিদের সাবেক তারকা গ্যারেথ বেল জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কারণেই তিনি লস ব্লাঙ্কোসে যোগ দিয়েছিলেন। মাদ্রিদ ক্যারিয়ারে কখনই কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ হয়নি বলেও স্বীকার করেছেন বেল।রোনালদো-বেল জুটি মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের চারটি শিরোপা জয় করেছেন। এর মাধ্যমে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে মাদ্রিদ নিজেদের আলাদা একটি জায়গা করে নিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বেল জানিয়েছেন ম্যাচ শেষে রোনালদোর আশেপাশে থাকাটা কঠিন হয়ে যেত। বিশেষ করে সেই ম্যাচটিতে যদি তিনি গোল করতে না পারতেন তবে দল জিতলেও মেজাজ ঠিক রাখতে পারতেন না রোনালদো। এই ওয়েলসম্যান অবশ্য রোনালদোর সঙ্গে কোনো ধরনের বিরোধের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বর্তমানে সব ধরনের ফুটবল থেকে বেল অবসর নিলেও রোনালদো সৌদি পেশাদার লিগে আল নাসরেতে খেলছেন।

দ্য টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে বেল বলেন, ‘রোনালদো কিংবা রিয়াল মাদ্রিদে অন্য কারও সঙ্গে একদিনের জন্যও আমার কোনো সমস্যা হয়নি। আমার মনে হয়না কোনো বিষয় নিয়ে কারও সঙ্গে কখনও দ্বিমত করেছি। এমনকি দলের কঠিন সময়েও ড্রেসিং রুমে আমরা ভাল সময় কাটিয়েছি। মাঠে কিছুটা কঠিন সময় বাদে মাদ্রিদে বাকিটা সময় আমি দারুণ উপভোগ করেছি। আমার কোনো ধরনের অনুশোচনা নেই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

বেল আরও বলেন, ‘মাদ্রিদে যোগ দেবার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল ক্রিশ্চিয়ানো ও বেনজেমা। তাদের পাশাপাশি মড্রিচ, আলনসো ও পরবর্তীতে টনি ক্রুসদের মতো খেলোয়াড়দের সঙ্গে একই ক্লাবে খেলা ছিল সৌভাগ্যের। আমি কখনই গ্যালাকটিকো হতে চাইনি, শুধুমাত্র খেলতে চেয়েছি এবং পরে অন্ধকারে হারিয়ে যেতে চেয়েছি।’

৩৩ বছর বয়সী বেল ফুটবল ছেড়ে তার সারাজীবনের ভালবাসা গলফ খেলার প্রতি মনোযোগী হয়েছেন। সম্প্রতি বিএমডব্লিউ পিজিএ চ্যাম্পিয়নশীপ সেলেব্রিটি প্রো-এ্যাম লাইন-আপে খেলেছেন বেল। পেশাদার গল্ফার হিসেবে আত্মপ্রকাশে এটা প্রথম ধাপ ছিল।

প্রবাস বাংলা ভয়েস / ঢাকা / ১০ জুন ২০২৩ /এমএম


Array