প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের বিপক্ষে জিততে পারল না পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা আর্সেনাল। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোল ব্যবধানে। লিভারপুলের বিপক্ষে জিততে না পারলেও এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন মিখেল আর্তেতার শিষ্যরা।
মিকেল আর্তেতার দল এখন ম্যানচেস্টার সিটির তুলনায় ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের হাতে এক ম্যাচ বেশি রয়েছে। এ মাসের শেষে ইতিহাদ স্টেডিয়ামে গানার্সরা সিটিকে আতিথ্য দিবে।
ম্যাচ শেষে আর্তেতা বলেছেন, ‘আমরা ম্যাচটি নিজেদের ভুলেই নষ্ট করেছি। আজ সবচেয়ে বড় শিক্ষা হলো প্রথমার্ধে যা খেলেছি তার কিছুই শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। আমরা প্রতিটি বলে তাদের খেলার সুযোগ করে দিয়েছি। লিভারপুলের মত বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে এভাবে খেললে কোনভাবেই জেতা সম্ভব নয়।’
গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারানোর পর পাঁচ ম্যাচে জয়বিহীন রয়েছে লিভারপুল। শীর্ষ চারের পজিশন থেকে ১২ পয়েন্ট পিছিয়ে এখনো অষ্টম স্থানেই রয়েছে লিভারপুল।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ এপ্রিল ২০২৩ /এমএম





