Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন একটি সুপারমার্কেটে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চলে যাওয়ার আগে এক টুকরো কাগজ ফেলে গেছে তারা, যেখানে তারকা ফুটবলার মেসিকে হুমকি দিয়ে বার্তা লেখা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে রোসারিও শহরে এ ঘটনা ঘটেছে। মেসি ও রোকুজ্জো দুজনেই এই শহরে জন্মগ্রহণ করেছিলেন। ৩৫ বছর বয়সি মেসি শৈশবে খেলেছেন রোসারিওর ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে। খবর ইএসপিএনের।প্রতিবেদেন বলা হয়েছে, ইউনিকো নামের সুপারমার্কেটটির শাটার ও সামনের দরজায় এলোপাতাড়ি ১৪টি গুলি ছোড়া হয়েছে। মোটরসাইকেলে চড়ে আসা দুই দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। সুপারমার্কেটটির ক্ষতি হলেও কেউ আহত বা নিহত হয়নি।

স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, বন্ধ থাকা সুপারমার্কেটে গুলি চালিয়ে চলে যাওয়ার আগে এক টুকরো কার্ড বোর্ড (এক ধরনের পুরু ও শক্ত কাগজ) ফেলে গেছে মোটরসাইকেল আরোহীরা। সেখানে আর্জেন্টিনার হয়ে গত বছর বিশ্বকাপ জেতা মেসিকে হুমকি দিয়ে লেখা হয়েছে— ‘মেসি, আমরা তোমার অপেক্ষায় আছি। (রোসারিওর মেয়র পাবলো) ইয়াভকিন একজন মাদক চোরাকারবারি। সে তোমাকে দেখে রাখতে পারবে না।’

গুলি করা ও হুমকি দেওয়ার ঘটনায় ইতোমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। এ ছাড়া রোসারিওতে অপরাধ বৃদ্ধি, পুলিশের ঘাটতি ও সুরক্ষার অভাব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইয়াভকিন। চলতি সপ্তাহের শুরুতেও একই বিষয়গুলো নিয়ে তিনি হতাশা প্রকাশ করে জানিয়েছিলেন, শহরটিতে আরও পুলিশ সদস্যের প্রয়োজন।রেকর্ড সাতবারের ব্যালন ডিঅরজয়ী পিএসজি ফরোয়ার্ড মেসি বা তার স্ত্রী রোকুজ্জোর কেউই এ ঘটনায় এখনো কিছু জানাননি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ মার্চ ২০২৩ /এমএম

 

 


Array