প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নিজে গোল করতে পারেননি। সতীর্থকে দিয়ে গোল করালেন। সৌদি আরবের আল নাসরের হয়ে প্রথম অ্যাসিস্ট রোনাল্ডোর। শুক্রবার রাতে আল নাসরে ২-১ গোলে হারাল আল তাউনকে। আব্দুলরহমান ঘারিবকে দিয়ে গোল করালেন রোনাল্ডো।
মাঝমাঠে দুদলের খেলোয়াড়রা বল দখলের লড়াই করছিলেন। এমন সময় এক সতীর্থের গায়ে লেগে বল আসে রোনাল্ডোর কাছে। পর্তুগিজ তারকা আগেই দেখেছিলেন বিপক্ষের অর্ধে দাঁড়িয়ে ঘারিব।রোনাল্ডো বল না ধরে চলতি বলে ক্রস করেন ঘারিবের উদ্দেশে। সৌদি উইঙ্গার বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারের বাঁ দিক দিয়ে গোল করেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম
Array





