Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হলো বিপিএলের এবার আসর। ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশি ক্রিকেটাররাই। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্তর। আর সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম।এবারের বিপিএলটা যেন বাংলাদেশের ক্রিকেটারদের জন্যই। কেননা শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের সবাই বাংলাদেশি। আর শীর্ষ পাঁচ উইকেট শিকারী বোলারদের মধ্যে তিনজনই দেশি।

বিপিএলের নবম আসরে পাঁচশর বেশি রান সংগ্রহ করতে পেরেছেন কেবল একজন। তিনি হলেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৫ ম্যাচে তার সংগ্রহ ৫১৬। এই তালিকায় দুই নম্বরে রয়েছেন রংপুরের ওপেনার রনি তালুকদার। ১৩ ম্যাচে তিনি তুলেছেন ৪২৫ রান। চারশর ঘরে রান তুলেছেন তৌহিদ হৃদয়ও। ৪০৩ রান নিয়ে রয়েছেন তিনে। এছাড়া চারে অবস্থান সাকিব আল হাসানের এবং পাঁচে নাসির হোসেন।

বল হাতে সবার সেরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহিত স্পিনার তানভীর ইসলাম। মাত্র ১৩ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। সমান উইকেট নিয়ে দুইয়ে অবস্থান রংপুর রাইডার্সের হাসান মাহমুদের। ১৬টি উইকেট নিয়ে তিনে রয়েছেন ঢাকার দলনেতা নাসির হোসেন। এছাড়া চারে ও পাঁচে অবস্থান করছেন আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ আমির।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম


Array