প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: এই সেদিনও সৌদি আরবের ক্লাব আল নাসরে ছিল বিশ্ব ফুটবলে অচেনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে নেওয়ার পর সেই ক্লাব এখন সবার মুখে মুখে। সৌদি গণমাধ্যমের দাবি, এটা ঝড়ের সূচনা মাত্র!কাতারি মালিকানাধীন ফরাসি ক্লাব পিএসজির মতো উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছে সৌদি ক্লাব। এশিয়ার পিএসজি হতে দলে তারার হাট বসাতে চায় আল নাসরে।
যার অংশ হিসাবে রোনাল্ডোর সঙ্গে এবার তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদরিচকেও নিতে চেয়েছিল তারা। তবে আল নাসরের লোভনীয় প্রস্তাবে রাজি হননি ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার। আরও বছর দেড়েক ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলতে চান ৩৭ বছর বয়সি মদরিচ।
ইউরোপ ছেড়ে রোনাল্ডোর এশিয়ায় আসার একমাত্র কারণ অর্থ। আড়াই বছরের চুক্তিতে আল নাসরে যোগ দিয়ে ইতিহাসের সবচেয়ে বেশি বেতনভোগী ক্রীড়াবিদ হয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। তার বার্ষিক বেতনই শুধু ৮০ মিলিয়ন ডলার। এর সঙ্গে বোনাস, বিজ্ঞাপন ও অন্য খাত মিলিয়ে বছরে প্রায় ২১০ মিলিয়ন ডলার পাবেন রোনাল্ডো।
মদরিচকেও এমন লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ এ মৌসুম পর্যন্ত। রিয়াল তার সঙ্গে চুক্তি নবায়ন করবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। তা সত্ত্বেও আল নাসরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মদরিচ। তার সিদ্ধান্তে খুশি রিয়াল।
২০২৪ সালে দলবদলের কথা ভাববেন মদরিচ। ততদিন অপেক্ষা করতে হবে আল নাসরেকে। তার আগে সাবেক রিয়াল অধিনায়ক সের্হিও রামোসকে পেয়ে যেতে পারে রিয়াদের ক্লাব। আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে ৩৬ বছর বয়সি রামোসের। এরপর ফ্রি এজেন্ট হিসাবে স্প্যানিশ ডিফেন্ডারকে দলে টানতে চায় আল নাসরে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ জানুয়ারি ২০২৩ /এমএম





