Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বছরের আক্ষেপ ঘুচানোর পর উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনার সমর্থকরা। সেই কাতারে রয়েছেন আর্জেন্টিনার দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেচ নিজেও। কিন্তু প্রতিপক্ষের কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে মজা করতেও ছাড়েননি তিনি। যা মোটেই ভাল লাগেনি ফ্রান্স ফুটবল ফেডারেশনের। তাই আর্জেন্টিনা ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে ফ্রান্স।

ফরাসি গণমাধ্যম উয়েস্ট-ফ্রান্সে দেয়া একটি সাক্ষাৎকার দিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল। সেখানে আর্জেন্টাইন ফেডারেশনের সভাপতি ক্লডিও টাপিয়ার দৃষ্টি আর্কষণ করে লি গ্রায়েত বলেছেন মার্টিনেজের এরূপ আচরণ কখনই শোভনীয় নয়।

লি গ্রায়েত মনে করেন, এ অনিয়ন্ত্রিত উদযাপন ক্রীড়া প্রতিযোগিতার সীমানার মধ্যে আর থাকেনি। মার্টিনেজের ‘উদযাপনের বিষয়বস্তুও বুঝতে পারেননি’ গ্রায়েত, ‘সে (মার্র্টিনেজ) সীমা লঙ্ঘন করেছে। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার পর এমবাপ্পের আচরণ উদাহরণ দেওয়ার মতো ছিল।’

ড্রেসিংরুমে মেসিরা যখন জয়ের আনন্দ উদযাপন করছিলেন, তখন হুট করেই সবাইকে থামিয়ে দেন মার্টিনেজ। সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সতীর্থদের দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘এক মিনিটের নীরবতা।’এটুকু বলে মার্টিনেজ ক্ষণিকের জন্য থামেন। এরপর গানের সুরে বলেন, ‘এমবাপ্পের জন্য, যে মরে গেছে!’এছাড়া দেশে ফিরে ছাদখোলা বাসে একটি পুতুল হাতে নিয়ে দাঁড়ান মার্টিনেজ। সেই পুতুলের মুখটা ছিল এমবাপ্পের। অর্থাৎ পুতুলের মুখে এমবাপ্পের মুখের ছবি বসানো।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ ডিসেম্বর ২০২২ /এমএম


Array