প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামল প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ হকি টুর্নামেন্টের। ফাইনাল ম্যাচে টাইব্রেকারে সাকিব আল হাসানের মোনার্ক পদ্মাকে ৪-৩ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে একমি চট্টগ্রাম। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোল ব্যবধানে ড্র ছিল।
টাইব্রেকারের শুরুটা দুদলেরই দুর্দান্ত ছিল। প্রথম তিনটি করে শটে দুদলই তিনটি করে গোল পেয়ে যায়। এরপর চতুর্থ শটে গোল পায়নি মোনার্ক পদ্মা। অন্যদিকে চতুর্থ গোল পায় একমি চট্টগ্রাম। পঞ্চম শটে আবারও গোল করতে ব্যর্থ হয় মোনার্কের খেলোয়াড়। ফলে শেষ শট করার দরকার পড়েনি চট্টগ্রামের।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানের মিয়া তানিমিতসুর গোলে এগিয়ে যায় পদ্মা। ৪২ মিনিটে অবশ্য আরশাদ হোসেনের ফিল্ড গোলে চট্টগ্রাম সমতায় ফেরে। ৪৪ মিনিটে আবার ব্যবধান ২-১ করে সাকিব আল হাসানের দল। গোল করেন ভারতের সাইফ খান। তাতেও জয়ের মুখ দেখা হয়নি পদ্মার। ৪৭ মিনিটে আরশাদ হোসেন ত্রাতা হয়ে এলে ব্যবধান ২-২ করে ফেলে চট্টগ্রাম।
এর আগে গ্রুপপর্ব থেকে নিজ নিজ যোগ্যতায় কোয়ালিফায়ার ও এলিমিনেটরপর্বে জায়গা করে নেয় শীর্ষ চার দল। প্রথম কোয়ালিফায়ারে রুপায়ন কুমিল্লাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে চট্টগ্রামে। এদিকে এলিমিনেটরপর্বের ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালকে হারায় পদ্মা। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রুপায়ন কুমিল্লাকে ৪-৩ গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে সাকিব আল হাসানের মোনার্ক পদ্মা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ নভেম্বর ২০২২ /এমএম





