প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৮ জন। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জনে। এই সময়ে কারও মৃত্যু না হওয়ায় করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জনই থাকল। এছাড়া উল্লেখিত সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জনে।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৭২। আগের দিন শনাক্ত হয়েছিল ১ দশমিক ৭৯ শতাংশ।২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ নভেম্বর ২০২২ /এমএম