Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌   ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ছিটকে পড়ায় শঙ্কায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এমতাবস্থায় মানসিকভাবে খুব একটা ভালো অবস্থায় নেই টাইগার ক্রিকেটাররা। তবে সিরিজ থেকে এখনও ছিটকে যায়নি বাংলাদেশ। তাই তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দলকে উজ্জীবিত করেন দলনেতা সাকিব আল হাসান।

তিন জাতির এই সিরিজের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে ২১ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৭ রান তুলে পাকিস্তান। জবাবে ১৪৬ রানে থামে টাইগারদের ইনিংস। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ২০ ওভারে তুলে মাত্র ১৩৭ রান। জবাবে ১৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় পায় কিউইরা।

এদিকে মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। তাতেই ফাইনালে উঠার স্বপ্ন অনেকটাই শেষ হয়েছে বাংলাদেশের। এরপরও খাতা-কলমে সুযোগ রয়েছে বাংলাদেশের। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চান টাইগার দলনেতা সাকিব আল হাসান।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে টাইগারদের অনুশীলনের কয়েকটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায় অধিনায়ক সাকিব দলের সকল খেলোয়াড়কে পাশে নিয়ে কথা বলছেন।এদিন নেটে বোলিং অনুশীলন করতে দেখা গেছে দ্বিতীয় ম্যাচে বাদ পড়া মোস্তাফিজুর রহমানকে। বল করেছেন স্পিনার নাসুম আহমেদকেও। এছাড়া ছিলেন ইবাদত হোসেনও। ব্যাট করেছেন প্রায় সবাই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ অক্টোবর ২০২২ /এমএম


Array