Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। এদিকে, আবহাওয়া অফিস আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলেছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ু বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ অক্টোবর ২০২২ /এমএম