Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুবছর আগেই অবসর নিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। এবার আরও একটি কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন রায়না। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তার মাধ্যমে রায়না নিজেই এই কথা জানিয়েছেন।২০২০ সালে ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ ২০ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। একই দিনে ধোনির অবসরের সিদ্ধান্তের কিছুক্ষণ পরেই একই ঘোষণা দিয়েছিলেন রায়নাও। আর এবার ক্রিকেটকেই ছেড়ে দিলেন তিনি।

টুইটারে এক টুইট বার্তায় অবসরের কথা জানিয়ে রায়না লেখেন, ‘দেশ ও আমার রাজ্য উত্তরপ্রদেশের হয়ে খেলতে পারাটা খুবই গর্বের। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। ভারতীয় ক্রিকেট বোর্ড, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা, চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস রাখার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই।’তবে ধারণা করা হচ্ছে বিদেশি টি-টোয়েন্টি লীগে খেলতে দেখা যেতে পারে রায়নাকে। কেননা ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আরও দুই বা তিন বছর খেলা চালিয়ে যেতে চাই আমি।’

এদিকে রোড সেফটি সিরিজের মতো টুর্নামেন্টগুলোতেও খেলতে পারবেন বাঁ-হাতি এই ব্যাটার। এ বিষয়ে রায়নার ভাষ্য, ‘আমি রোড সেফটি সিরিজে খেলবো। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত থেকে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিগুলো আমার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু আমি এখনও কোনও সিদ্ধান্ত নেইনি।’প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৯ ম্যাচে ৬৮৭১ রান, লিস্ট এ ক্রিকেটে ৩০২ ম্যাচে ৮০৭৮ রান ও কুড়ি ওভারের ক্রিকেটে ৩৩৬ ম্যাচ খেলে ৮৬৫৪ রান করেছেন রায়না।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ সেপ্টেম্বর ২০২২ /এমএম


Array